জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর নির্দেশে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
মন্ত্রী ঘটনার খবর পাওয়ার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে ঘটনাস্থ পরিদর্শন করে জরুরি সহায়তা করার নির্দেশ দেন।
এছাড়া মন্ত্রী ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে সরকারি সহায়তা করার জন্য জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন। মন্ত্রী বর্ষা মৌসুমে উপজেলার টিলাঘেষা পরিবারগুলো নিরাপদ স্থানে সরে সচেতনতা অবলম্বন করে বসবাস করার জন্য আহবান করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার (৭ অক্টোবর ভোররাতে জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসে তিনটি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে। তবে এঘটনায় কেউই হতাহত হয়নি।