গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহায়তা করে।
জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অভিজিৎ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।