নিজস্ব প্রতিবেদক : সিলেটে অভিযান চালিয়ে জান্ডুমান্ডুর আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সাড়ে ৭টার দিকে পৃথক অভিযানে মহানগরীর চালিবন্দরস্থ জননী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী একটি রুম থেকে ও কাজিরবাজার কাঁঠালহাটাস্থ আলতাব ট্রেডাসের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বিজয় দেব (৫২), মিঠু (২৮), আবদুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ, পুতুল বিশ্বাস (৩০), দুলাল সরকার (৬৪), সানি মিয়া (২০), সাখাওয়াত হোসেন (৩৫) ও কাশেম মিয়া (৩৫)।
এসময় তাদের কাছ থেকে জান্ডুমান্ডু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
আটককৃতদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।