বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য আহবান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫অক্টোবর) অনলাইন প্রেসক্লাবের এক জরুরি সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক নতুন সদস্য আহবান করা হয়।
নতুন সদস্য হতে আগ্রহিরা গোলাপগঞ্জ মার্ভেলাস টাওয়ারের ইক্করা কম্পিউটার থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ফরম কিনে জমা দিতে পারবেন।
নতুন সদস্য হতে যা প্রয়োজন :
১. নতুন সদস্য হতে সদস্য প্রার্থীকে অব্যশই গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী বসবাসকারী হতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।
৩. সাংবাদিকতায় কমপক্ষে এক বছর কর্মরত থাকতে হবে।
৪. যে পোর্টাল বা পত্রিকায় কাজ করেন এই পত্রিকার আইডি কার্ড ও নিয়োগপত্র/ প্রশংসাপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফরমের সাথে জমা দিতে হবে।
৫. বিগত তিন মাসের আগে অবশ্যই নিজ নামে কর্মরত পোর্টালে প্রকাশিত নিউজ ফরমের সাথে জমা দিতে হবে।