বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের হাতে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
গতকাল শেষ কর্ম দিবস পালন করে সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক ইউনিয়ন পরিষদের দায়িত্ব নবনির্বাচিত চেয়ারম্যানকে আজ বুঝিয়ে দিয়ে একটি ফাইল তার হাতে তুলে দেন।
এসময় ইউনিয়ন পরিষদের সচিব অশোক শুক্ল বৈদ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব মনির মিয়া, নবনির্বাচিত ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, মল্লিক মিয়া, শামীম আহমদ, শেখ ফজর রহমান, রাহিন উদ্দিন, তানভীর আহমদ ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ সহ পরিষদে কর্মরত সকলেই উপস্থিত ছিলেন।