জিতু আহমদ, ওসমানীনগর : সিলেটের ওসমানীনগরে ফসলের মাঠে শুরু হয়েছে আউশ ধান কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধানের ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। উন্নত জাতের ব্রি. ধান-৪৮ ও ব্রি.ধান ৯৮ ধান চাষ করে অন্যান্য বছরের তুলনায় বেশি ফলন পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরা ও অনাবৃষ্টির কারণে উপজেলার ৮ টি ইউনিয়নে সেচের অভাবে এবার আউশের আবাদ কম হয়েছে। চলতি মৌসুমে ৪ হাজার ৪শ' হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও আবাদ হয়েছে মাত্র ১ হাজার ৯৫ হেক্টর জমিতে। এতে উৎপাদিত হয়েছে ২ হাজার ৭শ’ ৩৯ মেক্ট্রিক টন ধান। অনেক কৃষক স্থানীয় বিভিন্ন জাতের ধান চাষ করলেও সরকারি বীজ ব্রি-৪৮ও ব্রি-৯৮ ধানের চাষীরা অপেক্ষাকৃত ভালো ফলন পেয়েছেন।
উপজেলার তাজপুর ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামের কৃষক জলিল মিয়া বলেন, আমন চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টির পানির প্রয়োজন। কিন্তু এ বছর পানির অভাব থাকায় জমিতে সেচ দিতে হয়েছে। এতে খরচ বেড়ে গেছে। তবে ফলন খুব ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন, অনাবৃষ্টি ও খরার কারণে চলতি বছর আমনের আবাদ কম হয়েছে। আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল, সেটা হয়নি। যতটুক আবাদ হয়েছে তাতে উৎপাদন ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দূর্যোগ না থাকলে ও সময় মতো বৃষ্টিপাত হলে আশা করছি আগামী বছর আবাদ অবশ্যই বাড়বে।