বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ উপজেলা যুবলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়।
পরে মিছিল পরবর্তী পথসভায় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য জহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আমির আলীর পরিচলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, ফয়জুল ইসলাম জয়,দশঘর ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফারুক মিয়া, কাওছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, জাবেদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা সমর আলী, আবুল কাশেম, মাহমুদুল করিম মনজু, জামাল আহমদ, আশিক খান, নুরুল ইসলাম, তুরন চৌধুরী, কুতুব আহমদ, তুরন মিয়া, ইকবাল আহমদ, শাহাবুদ্দিন, সিতার মিয়া, জাকারিয়া আহমদ প্রমুখ।