বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জে একটি প্রাইভেট কার গাড়ির জরুরি তিনটি কাগজ হারিয়ে গিয়েছে।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৭ জুলাই একটি সাধারণ ডায়েরি (নং-২৮৫, তাং-৭/৭/২০২৩ ইং) করেছেন গাড়ির মালিক মোতাহার হোসেন মিলাদ (২৭)।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ৬ জুলাই আমনিয়া বাজার হইতে গোলাপগঞ্জে আসার পথে অসাবধানতাবসত একটি প্রাইভেট কার গাড়ি যাহার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্রো-গ-১৫-৩৫৩৯) গাড়ির তিনটি জরুরি কাগজ হারিয়ে যায়। এরমধ্যে টেক্স টোকেন (যাহার নং- ২২৭৮৫৩৪৫৫), ফিটনেস সনদ (যাহার নং- ৮৪৮৭১৩৫) ও মালিকানা স্মার্ট কার্ড হারিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খুঁজ করেও কাগজগুলো পাওয়া যায়নি।
গাড়ির জরুরি কাগজ ৩টি কেউ পেয়ে থাকলে এই নাম্বারে (+880 1795-809976) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন গাড়ির মালিক মোতাহার হোসেন মিলাদ।