জাহিদুল ইসলাম : সিলেট সিটি করপোরেশন নির্বাচন জমিয়ে তুলেছেন কাউন্সিলর প্রার্থীরা। তাঁদের জমজমাট প্রচারে দীর্ঘদিন পর উৎসবে রূপ নিয়েছে নির্বাচন।
সিসিকের ৩২ নং ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী সাবেক চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ বৈরী আবহাওয়া মেঘবৃষ্টির উপেক্ষা করে শেষমুহুর্তে রাতদিন বিরামহীন ভাবে চালাচ্ছেন প্রচার প্রচারণা। তিনি যেদিকেই যাচ্ছেন তার সঙ্গে গণসংযোগে ছোটে চলছেন শতশত কর্মী সমর্থক।
এডভোকেট আফছর আহমদ একজন আইনজীবী, রাজনীতিবিদ, ছিলেন সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দুবারের ইউপি সদস্য এবং সাবেক চেয়ারম্যান। তাঁর হাত ধরেই হয়েছে এ ইউনিয়নে অসংখ্য উন্নয়ন।
বর্তমান সিসিকের নবগঠিত ৩২ নং ওয়ার্ডের রহিম, শহিদ, মুজিব সহ একাধিক বাসিন্দা বলেন, আফছর আহমদ একজন সকলের পরিচিত মুখ। অভিজ্ঞতা সম্পুর্ণ পুরাতন জনপ্রতিনিধি। শিক্ষিত মার্জিত সৎ যোগ্য সাহসী মানুষ। তিনি নির্বাচিত হলে এ ওয়ার্ড হবে চাঁদাবাজা, মাদক মূক্ত উন্নত আধুনিক স্মার্ট ওয়ার্ড। আমরা এমন তরুণ নেতৃত্বই চাই। তাঁর দ্বারাই পূর্বে এ ওয়ার্ডে অনেক উন্নয়ন হয়েছে। যে হারে তাঁর নির্বাচনী সভা সমাবেশ প্রচার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা আশাবাদী আগামী ২১ জুন এ ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট বিপ্লব ঘটবে।
এবিষয়ে আফছর আহমদ বলেন, আমি চেয়ারম্যান ছিলাম। নবগঠিত এই ওয়ার্ড ইউনিয়নের আওতাভুক্ত ছিলো। আমি আমার সাধ্যমতো উন্নয়ন করেছি। গত করোনা-বন্যায় আমি মানুষের পাশে ছিলাম। আমার সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। এবার সিটির সাথে ওয়ার্ডটি যুক্ত হয়েছে আমি পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি মডেল আধুনিক স্মার্ট ওয়ার্ড গড়ে তোলতে চাই। আমি দিনরাত ছোটে চলছি ভোটারদের দ্বারে দ্বারে। মানুষ আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে এবং আমার সঙ্গে মোরব্বি যুব সমাজ ও ছাত্র সমাজ যেভাবে সভা সমাবেশ গণসংযোগে অংশগ্রহণ করে যাচ্ছেন তার ঋণ শোধ হওয়ার নয়।
ইনশাল্লাহ আমি আশাবাদী আগামী ২১ জুন আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি পুরনে কাজ করে যাব আমি সকলের দোয়া প্রত্যাশী।