কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) আন্ত: ইউনিয়ন পর্যায়ে কোম্পানীগঞ্জে চ্যাম্পিয়ান হয়েছে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দল।
শনিবার (১৭ জুন) বিকেলে শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে ইছাকলস ইউনিয়ন ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দল।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এ.এইচ আনো হয়েছে ম্যান অব দ্য টুর্নামেন্ট ও রানারআপ দল ইছাকলস ইউনিয়ন খেলোয়াড় আল আমিন হয়েছে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।
খেলা শেষে পুরস্কার বিতরণ মঞ্চে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন ও কোষাধ্যক্ষ রাসেল আহমদের যৌথ পরিচালনায় অতিথিবৃন্দ জয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও রানারআপ দলের হাতে ট্রফি সহ সকল খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, সিলেট জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফি উদ্দিন রেনু প্রমূখ।
এ সময় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অতিথিবৃন্দ সম্মাননা স্মারক তুলেদেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন ও ভোলাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হানিফ আলী, রেফারি টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসন, সদস্য জালাল আহমদ, সৈয়দুজ্জামান ও কালিবাড়ি ক্লাবের সদস্য আলীম উদ্দিনকে।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলারদের বের করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের প্রবর্তন করা হয়েছে।