জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোস্তফা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।
শনিবার (১৭জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উমনপুর গ্রামের নুরুল মাস্টার এর বাড়ির সামনে বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে মোস্তফা মিয়া মারা যান।
নিহত মোস্তফা মিয়া উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার মৃত্যু আরফান আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্তিরি ছিলেন।
এ ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-বশিরুল ইসলামের নিদের্শনায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে যান।
তিনি শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় ইউপি মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।