কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ভারতীয় ১৬৮ বোতল মদসহ একটি পিকআপ গাড়ি আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ জুন) রাত দেড়টায় লাছুখাল পশ্চিমপাড়া এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমীন, এসআই মো. শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পিকআপ গাড়ি দিয়ে মাদকদ্রব্য বহন করার গোপন সংবাদ পেয়ে গাড়িটিকে ধাওয়া করে আটক করে।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১/২ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় মাদক সহ গাড়ি আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেপ্তারে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি তা অব্যাহত থাকবে।