গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক ছড়ি কলা নিলামের মাধ্যমে ২০ হাজার টাকা দাম দিয়ে কিনলেন প্রবাসী জহির উদ্দিন।
শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিমকোনা জামে মসজিদে নিলাম থেকে এ কলার ছড়ি ক্রয় করেন তিনি।
জানা যায়, মসজিদের কলা গাছ থেকে জুম্মার নামাজের পর নিলামের জন্য এক ছড়ি কলা কাটা হয়। এরপর জুম্মার ফরজ নামাজের পর এলান দেওয়া হয় বাকি নামাজের পর এক ছড়ি কলা নিলামে বিক্রি হবে। নামাজের পর শুরু হয় নিলাম। প্রথমে ২শ টাকা থেকে ডাক শুরু হয়। দাম উঠতে উঠতে শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় প্রবাসী জহির উদ্দিন সেই কলার ছড়ি ক্রয় করেন।
বিষয়টি নিশ্চিত করে অত্র মসজিদের ইমাম মাও. হারিছ উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে প্রবাস থেকে দেশে আসেন জহির উদ্দিন। আজ নিলামে তিনি মসজিদ থেকে ২০ হাজার টাকায় এক ছড়ি কলা কিনেন। তার সাথে বদরুল ইসলাম নামে একজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তিনি ১৯ হাজার ৫শ টাকা পর্যন্ত ডাক দেন।
এবিষয়ে জানতে প্রবাসী জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।