
গোলাপগঞ্জ প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক চেরাগ আলী (৭০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া.....রাজিউন)।
শনিবার (১৭ জুন) সকাল ১০টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি উত্তর মহল্লা গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই ছেলে-তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, সাংবাদিক চেরাগ আলী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন। সর্বশেষ গত এক সপ্তাহ আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যায়। সেখানেই একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
এদিকে সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জের সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দাফনের সময় এখন নির্ধারিত করা হয়নি।