কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ জামে মসজিদের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বেলা ১২টায় মসজিদ ভবনে টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইয়াহিয়া বিন ওসমানের দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী এ মসজিদের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রউফ, টুকেরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফর মিয়া, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, পূর্ব ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়া, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী, সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মজনু মিয়া, তেলিখাল ইউপির সচিব মনির হোসেন, মসজিদ নির্মাণ প্রকল্পের সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মাওলানা মো. লিয়াকত আলী, অভিভাবক সদস্য আলমগীর মিয়া প্রমুখ।
টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ফান্ড ও এলাকাবাসীর যৌথ অর্থায়নে ৬০ লাখ টাকায় মসজিদে নতুন ভবন নির্মাণ করা হয়। ভবনের বাহিরেও আর কয়েক লাখ টাকার কাজ অসম্পূর্ণ থাকায় সকলকের সহযোগিতা চেয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।
মসজিদ উদ্বোধনকালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইয়াকুব আলী বলেন, মসজিদ নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চারতলা ভিত বিশিষ্ট মসজিদের একতলা ভবনের আজ উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন।