জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বায়তুল জান্নাত চাতলারপাড় জামে মসজিদের উন্নয়ন কাজে ১ লাখ আর্থিক অনুদান ও ইউনিয়নে বন্যায় আশঙ্কা জনিত এলাকা পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য শিক্ষানুরাগী সমাজসেবী আব্দুল গফফার চৌধুরী খসরু।
গতকাল রোববার (১৮ জুন) বিকেলে জৈন্তাপুর ইউনিয়নের চালতারপাড় এলাকায় নির্মানধীন বায়তুল জান্নাত চাতলারপাড় জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, মসজিদটির এমন অবস্থা রয়েছে আগে জানা ছিলো না। আমার আরও আগে এসে আপনাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি আমার সাধ্যমতো উপজেলার স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্টানে সহযোগিতা অব্যাহত রেখেছি। আমি আশাবাদী এলাকাবাসী নির্মাণাধীন মসজিদে নামাজ পড়া ও মক্তবের পাঠদান শুরু করার পরিবেশ সৃষ্টির জন্য শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
এসময় তিনি এক লক্ষ টাকা মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সেই সাথে মসজিদের কাজ সমাপ্ত হবার আগ পর্যন্ত তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন। এসময় তিনি ইউনিয়নের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন, শাহীনুর রহমান, আবদুল কাদির মেম্বার, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য মীর শোয়েব আহমেদ, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম সাজু, হেলাল আহমদ, আকতার হোসেন আকাশ, সেলিম আহমেদ, মনির আহমেদ, সাংবাদিক আবদুল্লাহ, মুক্তার আলি, মুহা মিয়া, রুস্তম মিয়া, আ মানিক, জালাল উদ্দিন, আবুল মিয়া সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য: মসজিদটি প্রতিবছরের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিশেষ করে গত বছর ২০২২ এর প্রলয়ঙ্করী দুইদফা বন্যার আঘাতে মাটি ধসে পাড় ভেঙে যাওয়ায় মসজিদের একাংশে বড় ফাটলের সৃষ্টি হয়। যে কোন সময় পরবর্তী বড় কোন ঢল নামলে তলিয়ে যাবে মসজিদটি। তাই বছর খানেক আগে ২০০ মিটার দুরত্বে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হলেও স্থানীয় মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে শুধু পিলার তুলে নির্মাণ কাজ ধীর হয়ে পড়ে।