জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে আসার পথে ১'শ বস্তা চিনিসহ ২ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
রোববার (১৮ জুন) সকাল ৮ টায় সিলেট তামাবিল মহাসড়কের নিজপাট ইউনিয়ন পূর্ব লক্ষীপ্রসাদ (ফেরিঘাট) নামক স্থানে জৈন্তাপুর বাজার থেকে চোরাইপথে আসা ভারতীয় চিনিসহ একটি কাভার্ড ভ্যান গাড়ি আটক করে পুলিশ। এ সময় গাড়িটি তল্লাশি করে ১০০ বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হল, বরিশাল জেলার বাবুগঞ্জ উজেলার কেদারপুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ছেলে ফারুক হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরঘোষ পাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ভাবে একটি কাভার্ড ভ্যান আটকিয়ে তল্লাশি করলে গাড়িতে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ১'শ বস্তা চিনি জব্দ করে। এসময় গাড়ির চালক ও সহকারী আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাকারবারীদের নির্মূল করতে আমাদের অভিযান চলাকালে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ একটি গাড়ি ও দুই ব্যক্তিকে আটক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।