কোম্পানীগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম।
শনিবার (০৬ মে) সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার যাইসুওয়াল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল আল মামুন, সোহরা সিভিল সাবডিভিশন ইস্টখাসি হিলস ডিস্ট্রিক্টের (আইএএস) শ্রীমতী হেমা নায়াক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজেস্টি ও ভোলাগঞ্জ বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস হাট ম্যানেজমেন্ট কমিটির সভাপতিসহ সদস্যরা।
ব্যবসায়ী টুকেরগাওঁ গ্রামের বাসিন্দা মো: আমির হামজা তার নিজের বেকারির বানানো বিস্কুট বিক্রয় করছে ভারতীয় ক্রেতাদের কাছে। দুপুর ১টায় তিনি জানান যা আশা করেছিলাম তার থেকে কিছুটা কমই বিক্রয় হচ্ছে। হাটের ব্যবসায়ী ও ভোলাগঞ্জ গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন ভেরাইটিজ মালামাল বিক্রয় করছেন।
তিনি জানান, বাজারে আমাদের দেশের মানুষ বেশি এসেছেন। কিন্তু ভারতীয় মানুষ কম এসেছেন তাই আমাদের বিক্রয় কম হলেও বাংলাদেশি মানুষ বেশি আশায় ভারতীয় ব্যবসায়ীদের বিক্রয় বেশি হচ্ছে।
স্থানীয় সংবাদকর্মী সোহরাব আহমদ জানান, আজকে বর্ডার হাটের প্রথম দিনে দু'দেশের মানুষ উপস্থিতি দেখে বুঝা যাচ্ছে ভারতীয় মানুষের তুলনায় বাংলাদেশী ৪/৫ গুণ মানুষ বেশি এসেছে। বাজারে বিক্রয়ের পরিস্থিতি হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা যেসব কসমেটিকস পণ্য নিয়ে এসেছে কয়েক ঘন্টা মধ্যেই এসব পণ্য শেষ হয়ে গেলেও বাংলাদেশী ব্যবসায়ীরা যেসব পণ্য নিয়ে আসছে তার বিক্রয় তুলনামূলক ভাবে কম।
‘ভোলাগঞ্জ বর্ডার হাট’ নামে বাংলাদেশ-ভারত যৌথ এ হাটের ক্রয়-বিক্রয় করতে পারবেন কার্ডধারী ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা।
প্রসঙ্গত- বর্ডার হাটে বাংলাদেশের ২৪টি ও ভারতের ২৬টি স্টল থাকবে। সপ্তাহে শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজার চলবে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের যে জায়গায় বর্ডার হাট বসবে সেই জায়গার নাম ভোলাগঞ্জ। ফলে ভোলাগঞ্জ বর্ডার হাট নাম দিয়েই হাট চালু করা হয়েছে। হাটের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য ক্রয় করতে পারবেন।
২০১৮ সালে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক প্রসারে সীমান্ত হাট নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানিগঞ্জের বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট (ভারত অভ্যন্তরে) এক একর জায়গার উপর প্রস্তাবিত এই বর্ডার হাটের কাজ শুরু হয়।
উদ্বোধন শেষে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের বাড়িতে মধ্যাহ্নভোজ অংশগ্রহণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ যোগদেন উপজেলা যুবলীগের নব-গঠিত ওয়ার্ড কমিটির পরিচিত সভায়।