কোম্পানীগঞ্জ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (সংসদ সদস্য, সিলেট-৪) সরকারি সফরে ৬ মে শনিবার কোম্পানীগঞ্জে আসেন।
সফরকালে তিনি ভোলাগঞ্জের বর্ডার হাট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ইমরান আহমদ ভোলাগঞ্জের মরহুম ফারুক আহমদ চেয়ারম্যানের ছেলে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের বাড়িতে অবস্থান করে মধ্যাহ্নভোজ শেষে করে অসুস্থ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিরের বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খুঁজ খবর নেন।
এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও ফরহাদ হোসেনের পরিবারবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ আলী দুলাল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, পূর্ব জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেবু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম প্রমুখ।
ভোলাগঞ্জের ফরহাদ হোসেন জানান, আমাদের ভোলাগঞ্জে বর্ডার হাট স্থাপন করায় এলাকাবাসী অনেক আনন্দিত। এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরে মন্ত্রী ইমরান আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।