সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মল্লিকা ৪৪/২ গোয়াইপাড়া আবাসিক এলাকার বাসা থেকে গত ৬ মার্চ সকালে কাউকে কিছু না বলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান দুই সন্তানের জননী সেলিনা আক্তার তুলি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন ননদ কোহিনূর।
জিডির তদন্তকারী কর্মকর্তা আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছেন বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল থেকে। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলেছেন তিনি।
এসআই মফিজুর রহমান জানান, গৃহবধূ সেলিনা আক্তার তুলি নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।
