গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌর শাখার অন্তর্গত আদর্শ মক্তব শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার টিকরবাড়ি জামে মসজিদে এক সাধারণ সভার মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
সভায় রনকেলী বড়বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব তারেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বোর্ডের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মঈনউদ্দীন, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রহিম চৌধুরী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আব্দুর রব, মাওলানা আলাউদ্দিন, সহ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাওলানা লায়েক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আদর্শ মক্তব শিক্ষাবোর্ড গোলাপগঞ্জ পৌর শাখার অন্তর্গত ৪০টি মসজিদ রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪ টি মসজিদের ৬২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বৃত্তি পেয়েছে ২৪৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯২ জন ও ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৫৪ জন। অকৃতকার্য হয়েছে ৪৪ জন শিক্ষার্থী।
