নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা খাদিমপাড়া পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ। শেষ সময়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বিলালের পক্ষে ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আফছর আহমদ ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী শহরতলীর ঐতিহ্যবাহী খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় এডভোকেট আফছর আহমদ বলেন, আগামী ১৬ মার্চ নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নে নৌকাই হচ্ছে জনগণের একমাত্র ভরসা। তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও স্মার্ট বাংলাদেশ বির্ণিমান করতে ভোটারদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী আকার চৌধুরী, ডাঃ রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুন,যুবলীগ নেতা আব্দুল মুহিত স্বপ্ন, লিটন আহমদ, মুর্সেদসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী।
