নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ও বুধবার দুদিনের সফরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বাজারে আসছেন সাবেক শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি।
মঙ্গলবার সকাল ১০টায় সরকারী এমসি একাডেমীতে নব নির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন, দুপুর ১টায় উপজেলার ১২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এছাড়া পরদিন বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগদান করবেন।
