গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে হাজি বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেয়ে বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আজিজসহ ৩ জন পেটে অসুখের অভিযোগ করেছেন।
এবিষয়ে রোববার (২ অক্টোবর) সাংবাদিক আব্দুল আজিজ তার নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট লিখেন :
গোলাপগঞ্জ চৌমুহনী #হাজীবিরানি নামক একটি খাবারের দোকান যেখানকার খাবার গুলি এতো রহমতি,বরকতি সকালে নাস্তা করলে দুপুরে/রাত্রে শুধু ওষুধ খাইলেই চলবে! যার প্রমাণ আমি নিজেই কিন্তু এই শেষ নয় সুস্থ হইয়া বিস্তারিত জানাইরাম ইনশাআল্লাহ৷
বিঃদ্রঃ নকল হইতে সাবধান৷
এদিকে অনেক মানুষ অভিযোগ করেছেন এখানে বিরিয়ানি খেয়ে তারাও অসুস্থ হয়েছেন। এমনকি এখানকার যে সকল স্টাফ রয়েছেন তারা ক্রেতাদের সাথে সব সময় খারাপ আচরণ করে থাকেন।
মানুষের অভিযোগ :



