গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদ উত্তীর্ণ পন্য সরবরাহ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
তিনি বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহায়তা করেন।
