গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পৃথক অভিযানে একরাতে ডাকাতি, ভারতীয় নাসির বিড়ি, ইয়াবা, পরোয়ানাভুক্ত সহ ৮ আসামিকে বুধবার মধ্য ও ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার ভোরে প্রায় সাড়ে ৫ লাখ পিছ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়িসহ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে মো.সাহাব উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
অপর অভিযানে ১৫ পিছ ইয়াবাসহ ভোর ৪টার দিকে লক্ষণাবন্দ ক্লাব বাজার থেকে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনের বাড়ি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে।
এদিকে এদিন মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ঘর-তালা ভাঙ্গা এবং বিভিন্ন গাড়ি চাবি ছাড়া চালু করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা আরও কয়েজন আসামির নাম প্রকাশ করে তারা।
এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।'
