গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আর্তমানবতার সংগঠন সৈয়দ মুহিবুল- পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র ও প্রতিবন্ধী আকতার আলীর পরিবারকে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
গত ৯ অক্টোবর তার হাতে সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ফরহাদুর রব, পশ্চিম আমুড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতানা, ইউপি সদস্য কাওছার হোসেন, সমসু উদ্দিন প্রমুখ।
উল্লেখ, সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ফরহাদুর রব।
