গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মো. সাহাব উদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) ভোর পোনে ৬টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-১০, তারিখ ১২/১০/২২) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
