জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি পশ্চিম চটি এলাকা থেকে মুর্সেদা বেগম ডলি (২৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মুর্সেদা বেগম ডলি জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঠাকুরের মাটি পশ্চিম চটি গ্রামের বাসিন্দা জহুরা বেগমের মেয়ে।
শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, (১৪ অক্টোবর) সকাল অনুমান ৭ ঘটিকায় চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদের মালিকানাধীন (জমি) ধান ক্ষেতে স্থানীয় বাসিন্দারা মুর্সেদা বেগম ডলি কে পড়ে থাকতে দেখে তাঁর মা জুহুরা বেগম কে খবর দেন। মা ঘটনাস্থলে এসে ইউপি সদস্য অহিদুর রহমান কে বিষয়টি অবগত করেন। ইউপি সদস্য জৈন্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠিয়ে দেয়।
ডলি তার মায়ের সঙ্গেই থাকতেন। তাঁর স্বামী
আহমদ আল শরিফ কাজের সুবাদে চট্টগ্রাম থাকেন। মুর্সেদা বেগম ডলি'র মা জানান, আমার মেয়ে প্রতিদিনের মতো সকাল ৬টায় কাজে যাওয়া উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়ে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছে। সকালে বের হবারপূর্বে আমাকে সালাম দিয়ে ও ঔষধ খেয়ে বের হয়ে ছিলো।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রব বলেন, 'ঠাকুরের মাটি পশ্চিমচটি গ্রামের বাসিন্দা মুর্সেদা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'
