জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস) আয়োজিত কোভিট-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ, কমিউনিটি সম্পৃক্তকরণ ও টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)'র বাস্তবায়নে ইউনিসেফ ও এডাব-এর সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজয় চৌধুরী' র সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়ক মুমিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম৷
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল ফয়েজ মো. সালমান, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, ইসলামী ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার কর্মকর্তা মাওলানা মোক্তার আহমদ, মাওলানা মনির আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জেছিসের জেলা সমন্বয়ক মনির উদ্দিন।
সভায় কোভিড-১৯ বিষয়ে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
