গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের রানাপিং মিনা সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার উত্তর চক্রবানী গ্রামের মৃত মুস্তাকিন আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২) ও তার স্ত্রী জেলী বেগম (৬০)। অপরজন জকিগঞ্জ উপজেলার তোপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে ইউনুছ মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে বিয়ানীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপ (সিলেট- ন : ১১১২৫৫) ও বিয়ানীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অনটেস্ট সিএনজি অটোরিকশা সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের রানাপিং মিনা সেন্টারের পাশে পৌঁছা মাত্র মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে নিহত স্বামী-স্ত্রীর স্বজনরা জানান, নিহতরা সকালে সিএনজি অটোরিকশা যুগে সিলেটের বরইকান্দিতে তাদের মেয়ের বাড়ির যাওয়ার জন্য বের হয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন- এঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ১ জন আহত হয়েছেন।
