জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, 'সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে, তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে। তাই ওয়ার্ডে নেতা নির্বাচন করবে তৃণমূল নেতাকর্মী। রাজনীতিতে ধৈর্য নিয়ে মাঠে থাকলে ফলাফল একদিন আসবেই, পদ পদবী পেয়ে ঘরে বসে থাকলে দল ও নিজেরই ক্ষতি হবে।'
আমাদের জৈন্তাপুর উপজেলার সবগুলো ওয়ার্ড সম্মেলন শেষে আগামী অক্টোবর মাসেই ৬ টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হবে। এতে সিলেট ৪- আসনের সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও সিলেট জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলেন তিনি।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় চিকনাগুল ইউনিয়নের শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সদস্য আফতাব আলীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়ক সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, তথ্য ও গবেষণা সম্পাদক সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নৃপ্রেন্দ কুমার দে, সদস্য আলী আহমদ, মুজিবুর রহমান, হেলাল আহমদ, বাদশা মিয়া, সোহেল রানা,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসনাত চৌধুরী, সহ-সভাপতি রহমান আলী, আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক রহমত আলী, আওয়ামী লীগ নেতা সেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জু,ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামিম, সহ-সভাপতি এসকে কামাল, ছাত্রলীগের সাবেক সভাপতি কালাম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কামরুল ইসলাম,আনোয়ার হোসে, মাসুক আহমদ, সইদুর রহমান, নাজমুল ইসলাম, টিপু সওদাগর,আল আমিন, মঞ্জুর আহমদ মুন্না, হানিফ আহমেদ, সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভায় তৃণমূল নেতাকর্মীদের প্রস্তাবে তিনজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব আসে। দীর্ঘ আলোচনার মধ্যে দুই পদে পাঁচ প্রার্থীর মধ্যে কোন সমঝোতা না আসায় ও সম্পাদক পদে এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসায় কমিটি ঘোষণা করেনি উপজেলা আওয়ামী লীগ।
এবিষয়ে ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নেতা এখলাছুর রহমান জানান, 'একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি পূর্বে অন্য দলের কার্যক্রমে যুক্ত ছিলেন আমরা অভিযোগ আমলে নিয়েছি এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে কমিটির বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।'
