নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকারকে জকিগঞ্জ থানায় বিদায়ী ও গোলাপগঞ্জ মডেল থানায় নবাগত ওসি তদন্ত হিসেবে যোগদান করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ থানায় বিদায়ী ও নবাগত ওসি তদন্ত হিসেবে গোলাপগঞ্জ মডেল থানায় যোগদান করায় সংবর্ধনা প্রদান করা হয়।
জকিগঞ্জে বিদায়ী সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- সার্কেল জাকির হুসাইন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
এছাড়া গোলাপগঞ্জ মডেল থানায় নবাগত ওসি তদন্ত হিসেবে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, এসআই ফয়জুল করিম, হাফিজুর রহমান, লুৎফুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, জকিগঞ্জ থানা থেকে বদলী হয়ে গত ১৮ সেপ্টেম্বর রোববার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় নবাগত ওসি তদন্ত হিসেবে যোগদান করেন।
