নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানায় তার হাতে সংবর্ধনা সম্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- সার্কেল জাকির হুসাইন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জকিগঞ্জ থানা থেকে বদলী হয়ে গত ১৮ সেপ্টেম্বর রোববার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন।
