জৈন্তাপুর প্রতিনিধি : আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রোটারিয়ান তসলিমা বেগম রিনা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর নিকট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ৪ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের আওয়াত রয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা ও সিলেট সদরের খাদিমপাড়া এবং কানাইঘাট উপজেলার বড়চতুল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধরী গুণ, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার, সিলেট সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান বদরুল আলম চৌধুরী প্রমুখ।
উল্লেখ, রোটারিয়ান তসলিমা বেগম রিনা গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। বর্তমানে তিনি জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
