জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ২০ পিছ ইয়াবা সহ রেজওয়ান (১৬) নামে এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার হরিপুর বাজারে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শিশু রেজওয়ান উপজেলার শিকারখা গ্রামের রেনু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ২০ পিস ইয়াবাসহ রেজওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
