বালাগঞ্জ প্রতিনিধি : আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ০৪নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক নাসির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ মঞ্জু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান খলকু, ইউপি সদস্য হুসেন আহমদ প্রমুখ।
