নিজস্ব প্রতিবেদক : সিলেটে হঠাৎ সরকারি বাস পরিষেবা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে বাস পুড়ে যায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে
নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানা ডিউটি অফিসার এসআই গৌতম চন্দ্র দাশ বলেন- ‘যান্ত্রিক ত্রুটিতে বিআরটিসি বাসে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় শুধু বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।’
