গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল হয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া... রাজিউন)।
শুক্রবার বাদ আছর ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের ছেলে নাজমুস সাকিব সায়েম জানাযার নামাজে ইমামতি করেন৷ ৷
জানাজায় উপস্থিত মুসল্লীয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুসাম উদ্দিন চৌধুরী, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাছুম চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাষ্টার,রুমেল সিরাজ, হাফিজ আব্দুল্লাহ আল মাহমুদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, আঞ্জুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান,মরহুমের দীর্ঘ দিনের সহকর্মী হাফিজ আব্দুল বাছিত প্রমুখ।
জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
