দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য শস্যের বাজার মূল্য উর্দ্ধগতি রোদকল্পে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদানের লক্ষে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) এর ৩০ টাকা কেজি করে জনপ্রতি ৫ কেজি হারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরে আখড়া মার্কেটে মেসার্স নাবিল এন্টারপ্রাইজে ওএমএস'র চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান, ওএমএস ডিলার মো ছালিক মিয়া প্রমুখ।
