আলোচিত সিলেট ডেস্ক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা আজ বৃহস্পতিবার এই তথ্য জানায়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আর আধুনিক কারিকুলামের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। সেজন্যই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস র্যাগিংমুক্ত, ধুমপানমুক্ত। কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড আমাদের ক্যাম্পাসে নেই। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, সুশৃঙ্খল ও শান্তিপ্রিয়।’
জামাল উদ্দিন আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ ও তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব রয়েছে। আছে স্পোর্টস ক্লাব এবং ডিবেটিং ক্লাবও। সবমিলিয়ে শিক্ষার্থীদের জন্য নিবেদিত পরিবেশ আমরা নিশ্চিত করেছি। সেজন্যই আমাদের শিক্ষার্থীরা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগল, অ্যামাজন, অ্যাগোডায় চাকরি পাচ্ছে।’
