জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে নিজপাট, জৈন্তাপুর এবং দরবস্ত ইউনিয়নের কমিটির গঠনের লক্ষ্যে সিভি আহবান করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
সম্প্রতি সিলেট জেলা যুবলীগের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক তৎপরতা আরো গতিশীল করতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহিনুর রহমান এর সাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ৩ ইউনিটের আহবায়ক যুগ্ম-আহবায়ক কিংবা সভাপতি সাধারণ সম্পাদক পদের নেতৃত্ব বাছাইয়ের জন্য সিভি চেয়েছেন।
ওই ৩ টি ইউনিয়নের আহবায়ক যুগ্ম-আহবায়ক কিংবা সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী পদপত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জৈন্তাপুর দরবস্ত বাজারস্থ কার্যালয় অথবা উপজেলা যুবলীগের আহবায়ক যুগ্ম আহবায়কের সাথে যোগাযোগ করে নিজের সিভি বা জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
