আলোচিত সিলেট ডেস্ক : সিলেট নগরীতে হামলা ও নারীর শ্লীলতাহানীর অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বাসা থেকে তাদের কোতোয়ালি থানাপুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধোপাদিঘীর পূর্বপাড়ের সি ব্লকের অনাবিল ১০৭-এর বাসিন্দা শামসুল ইসলাম খান ও তাঁর ছেলে মুজিবুল ইসলাম খান।
তাদের বিরুদ্ধে সুমাইয়া বেগম সোমা নামের এক নারী হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, সুমাইয়া বেগম সোমা গত ২৬ জুলাই এই দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে রেকর্ড করতে কোতয়ালি থানাপুলিশকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার রাতে এ দুজনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
