গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক তরুণীকে (২৮) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে সায়েদ আহমদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, প্রায় ১ মাস আগে আসামি সায়েদ আহমদ প্রতিবেশী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণীকে জোরপূর্বক গর্ভপাত করায় সে। এঘটনায় ভিকটিম তরুণী বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-৮- ৯/৮/২২ই) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আসামির বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
