ফাহিম আহমদ : গত ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। এরমধ্যে কিছু ঘটনা বেদনাদায়ক আবার কিছু ঘটনা ন্যাক্কারজনক। ন্যাক্কারজনক ঘটনাগুলো উপজেলার মানুষের জন্য অনেকটা লজ্জাজনক বলে মনে করেন সচেতন মানুষ। এসব ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন মানুষ।
ঘটনাগুলোর মধ্যে :
গত ১ আগস্ট গোলাপগঞ্জে সরফ আলী (৩৬) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের মতচ্ছির আলীর ছেলে। পুলিশ জানায়, আসামি সরফ আলীর বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ ৪টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
গত ৫ আগস্ট গোলাপগঞ্জে গোলামুর রহমান গোলাব নামে জেলা ছাত্র শিবিরের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মৃত মাওলানা আব্দুল মালিকের ছেলে। পুলিশ জানায়, সাবেক এই শিবির নেতা গোলামুর রহমান গোলাব নাশকতার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
গত ৬ আগস্ট শনিবার গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রাব্বি আহমদ সালমান (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর পুত্র। পুলিশ জানায়, পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত ৮ আগস্ট সোমবার গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আয়লাফ নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তার বাড়ি উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলামের নেতৃত্বে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ গিয়ে ঘরের দরজায় ভেঙে ভিতরে প্রবেশ করে। অভিযানে তার কাছ থেকে ৫হাজার ৭শ ৭৫ পিছ ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ মাদক সেবন ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় ১টি ও গোলাপগঞ্জ থানায় ৬টি মামলা রয়েছে।
এদিন ৮ আগস্ট সোমবার গোলাপগঞ্জে মো. জুবেল নামে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মুলিকান্দি ইসলামপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। পুলিশ জানায়, জকিগঞ্জ থেকে বাস যোগে ইয়াবা নিয়ে গোলাপগঞ্জ এসেছিল আসামি জুবেল। গোপন সংবাদের ভিত্তিতে বাস থেকে নামার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং- ৬- তারিখ ০৮/০৮/২২ ইং) দায়ের করা হয়।
একই দিন ৮ আগস্ট গোলাপগঞ্জে এক তরুণীকে (২৮) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে সায়েদ আহমদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে। পুলিশ জানায়, প্রায় ১ মাস আগে আসামি সায়েদ আহমদ প্রতিবেশী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণীকে জোরপূর্বক গর্ভপাত করায় সে। এঘটনায় ভিকটিম তরুণী বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-৮- ৯/৮/২২ই) দায়ের করেন।
গত ৯ আগস্ট মঙ্গলবার গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাদিউল হক ৪৮ নামে এক প্রবাস যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তির বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামে।
গত ১১ আগস্ট বৃহস্পতিবার গোলাপগঞ্জে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগে ভুলু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ধর্ষক ভুলু মিয়া খাবারের লোভ দেখিয়ে লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে তার নিজ দোকানের নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেন স্থানীয়রা। পরে বিষয়টি জেনে মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি রকিব আল মাহমুদ বাদি হয়ে ধর্ষিতার মাসহ ৬জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে থানায় রেকর্ডভূক্ত করে থানা পুলিশ। গোলাপগঞ্জ থানায় (মামলা নং-২১/১০৮,তারিখ- ৩০-০৫-২২ইং)। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা আদালতে থেকে জামিন লাভ করে৷ তবে প্রধান অভিযুক্ত ভুলু মিয়া এতো দিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বোনের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে৷
একই দিন ১১ আগস্ট গোলাপগঞ্জে নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপু আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল (লালমাটি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহত পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বসতঘরে বিদ্যুৎতের মেরামত কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১২ আগস্ট শুক্রবার গোলাপগঞ্জের মিছবাহ উদ্দিন হত্যার ঘটনায় সাবেক স্ত্রী ডা. রুলী বেগম বিনতে রহিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন নিউজ পোর্টালে মিথ্যা নিউজ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ড. রুলি বেগম বলেন-
আমায় হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপ-প্রচারকারীদের আমি দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই ও মিছবাহ হত্যার জড়িত প্রকৃত খুনীদের বের করে যাতে শাস্তি দেওয়া হয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে শনিবার ১৩ আগস্ট গোলাপগঞ্জে দীর্ঘ ৪ বছর ধরে (১৩) বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে হেলাল আহমদ ভলন (৫৫) নামে এক ধর্ষক পিতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের সিলেটের একটি আভিযানিক দল৷ গ্রেপ্তারকৃত আসামি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম বুটিয়াপাড়া গ্রামের মৃত আসকার আলীর পুত্র। জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে ধর্ষক পিতার হাতে ধর্ষণের শিকার হয়ে আসছে (১৩) বছরের শিশু। শিশুটির মা প্রবাসী। প্রবাস থেকে আসার পর শিশুটি তার মাকে সবকিছু খুলে বলে। এরপর মা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ২৪ ঘন্টার ভিতরে র্যাব-৯ ধর্ষক পিতাকে গ্রেপ্তার করে।











