গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বিদায়ী এসআই ফয়জুল করিমকে গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার(৭ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে তাদের হাতে এ সংবর্ধনা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার এসআই হাফিজুর রহমান, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি দুলু আহমদ ছাদ্দই, সম্পাদক আব্দুল জলিল লিলু, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমদ, সাধারণ শ্রমিক সায়েম আহমদ।
এসময় গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে জরুরি কথা হয়। সেই সাথে গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশ সদস্যদের ডিউটির জন্য গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পক্ষ থেকে একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে বলে শ্রমিক নেতৃবৃন্দরা জানান।
