আলোচিত সিলেট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্খিত বহরগ্রাম–শিকপুর সেতু। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রীজ নির্মাণের জন্য ১৪০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, এক সময়ের ব্যস্ততম সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার রোডের বহরগ্রাম-শিকপুর ফেরি কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে ২০১৫ সালে হঠাৎ করে বহরগ্রাম-শিকপুর ফেরিঘাটটি বন্ধ করে দেয়। ফলে এ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা ছোট ডিঙি নৌকা।
আগে পূর্ব সিলেটের (গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ী) চারটি উপজেলার লোকজন জেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগে এ পথটি ব্যবহার করত। বহরগ্রাম-শিকপুর ফেরিঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় চারটি উপজেলার কয়েক লাখ মানুষকে তিন বছর ধরে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা তীরবর্তী উভয় পাড়ের ১০টি গ্রামের মানুষের কষ্ট প্রকট আকার ধারণ করেছে।
কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম-শিকপুর সেতু আলোর মুখ দেখায় আনন্দ বইছে এ অঞ্চলের মানুষের মধ্যে। এতে করে দুর্ভোগ লাঘব হবে ভুক্তভোগীদের।
এদিকে সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদের প্রচেষ্টায় ১৪০ কোটি টাকা বরাদ্দের খবরে দুই উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নুরুল ইসলাম নাহিদকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজনরা। ব্রীজটি নির্মাণে অর্থ বরাদ্দ দেয়ার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
