গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আয়লাফ নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার পৌর এলাকার খাসিখাল নামক স্থানে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বাড়ি উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলামের নেতৃত্বে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ গিয়ে ঘরের দরজায় ভেঙে ভিতরে প্রবেশ করে। অভিযানে তার কাছ থেকে ৫হাজার ৭শ ৭৫ পিছ ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ মাদক সেবন ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মোগলবাজার থানায় ১টি ও গোলাপগঞ্জ থানায় ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
