গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৩) নামে একজন ও তার কাছ থেকে ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় ফাহিম আহমদ (২৯) নামে একজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার উত্তর রণকেলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলো- উপজেলার পৌর এলাকার
উত্তর রণকেলী গ্রামের রকলিছ আলীর ছেলে রফিকুল ইসলাম ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লগাটি গ্রামের আব্দুল মন্নান ফারুকের ছেলে ফাহিম আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ সারথি দাসের নেতৃত্বে রণকেলী উত্তর গ্রামে আসামি রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১২৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় আসামি ফাহিম আহমদকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এঘটনায় এসআই পার্থ সারথি দাস বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় পলাতক তিন আসামিসহ একটি মামলা (মামলা নং- ৩১, তারিখ ৩০/০৮/২০২২ ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আসামিদের আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
