গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারের আল মদিনা হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো কানাইঘাট উপজেলার কালিজুরি গ্রামের মো. মহরম আলীর ছেলে জুনায়েদ (২৩) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার নিহালপুর গ্রামের কামরুল হাসানের বাড়ির গেইটের সামনে থেকে তার রেজিস্ট্রেশন বিহীন নীল রংয়ের (TVS 110 CC) মোটরসাইকেল চুরি করে আসামিরা বিক্রি করার জন্য গেলাপগঞ্জ উপজেলায় নিয়ে আসে। ঘটনার পর দিন ২৬ আগস্ট সকালে গোলাপগঞ্জ থানা পুলিশ ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এঘটনায় এসআই হাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- নং-২৭, তারিখ-২৬/০৮/২০২২ ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তাদেরকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
